আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৭ এএম, ২৫ জুলাই ২০১৯

পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন জাহাঙ্গীর হোসেন (৬৮) নামে এক বাংলাদেশি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল (২৪ জুলাই) তার মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর- ইএ ০৬২০৬৩১। তার গ্রামের বাড়ি নাটোরের লালপুরে।

তিনি গত ২২ জুলাই বেসরকারি এমআরবি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইন্সে (এসবি ৮০৯) করে সৌদি আরব যান।

এ নিয়ে চলতি বছর হজে গিয়ে মোট ১৪ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১২ ও নারী দুইজন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে বলা হয়েছে, ২৪ জুলাই পর্যন্ত মোট ৮২ হাজার ৪১৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪,৬০৪, বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৭,৮১৩ জন।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।