ঢাকার বাইরে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু : আক্রান্ত ১৭৯, ভর্তি ৪৪

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০৯ এএম, ২৫ জুলাই ২০১৯

রাজধানী ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। কয়েকদিন আগেও ঢাকার বাইরে হাতেগোনা দু-একজন রোগী পাওয়া গেলেও হালনাগাদ তথ্য অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে সর্বমোট ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন। তবে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু সংবাদ পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ড. আয়েশা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, চট্টগ্রামে ৫৭ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫ জন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ও বরিশালে ৯ জনসহ মোট ১৭৯ জন চিকিৎসা নেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে গাজীপুরে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩ জন ও বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

এমইউ/বিএ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।