ইকোনমিক জোন ছাড়া কলকারখানার অনুমোদন নয়
ইকোনমিক জোন ছাড়া আগামীতে আর কোনো নতুন কলকারখানা তৈরির অনুমোদন দেবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সারাদেশের জেলা প্রশাসকদের সম্মেলন শেষে সাংবাদিকদের একথা জানান শিল্পমন্ত্রী।
মন্ত্রী বলেন, চামড়া কারখানা সাভারে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। অচিরেই এটি সাভারে চলে যাবে। একইসঙ্গে প্রতিটি কারখানায় ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। নতুন জায়গা অধিগ্রহণের বিষয়ে মতামত দিয়েছি। সেই সঙ্গে যারা এখনো বিসিকে কারখানা করেনি তাদের প্লট বাতিলের নির্দেশনা দেয়া হয়েছে।
সম্মেলনে জেলা প্রশাসকেরা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টির চাহিদা পূরণে প্রতি জেলায় কৃষিভিত্তিক শিল্প এলাকা গড়ে তোলা ও সমন্বিতভাবে মাছ চাষ, হাঁস পালন, পোল্ট্রি, দুগ্ধ খামার ভিত্তিক শিল্প গড়ে তোলার প্রস্তাব করেছেন।