৪ বছরে রেমিট্যান্স এসেছে ৭২.৮৯ বিলিয়ন মার্কিন ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৪ জুলাই ২০১৯

২০১৪-২০১৮ সালে পর্যন্ত বিদেশগামী কর্মীর সংখ্যা ৩৪ লাখ ৮২ হাজার ২ জন। এই সময়ে অর্জিত রেমিট্যান্সের পরিমাণ ৭২.৮৯ বিলিয়ান মার্কিন ডলার। আর ২০১৯ সালের জুন পর্যন্ত সৌদি ও সংযুক্ত আরব আমিরাতে প্রেরিত কর্মীর সংখ্যা যথাক্রমে এক লাখ ৮৮ হাাজার ৭৪৭ এবং ১ হাাজার ৬৫৮।

বুধবার (২৪ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, দিদারুল আলম, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ এবং মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

রাজধানীর বাড্ডা সংলগ্ন ভাটারায় মন্ত্রণালয়ের নিজস্ব জমিতে নির্মাণাধীন ভবনের বর্তমান অবস্থাসহ ওই জমি নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা, মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো এবং বোয়েসেলের কার্যক্রম, সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারের সর্বশেষ পরিস্থিতি, বহির্বিশ্বে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।