কাঞ্চন পৌরসভাসহ ২৯৫ স্থানে ভোট বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৪ জুলাই ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভাসহ জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের মোট ২৯৫ স্থানে ভোটগ্রহণ বৃহস্পতিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানান, ১১ জেলা পরিষদে চেয়ারম্যান বাদে অন্য পদে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা, ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ২৭৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এর মধ্যে কাঞ্চন পৌরসভায়, চট্টগ্রাম সিটির ১৭ নম্বর ওয়ার্ডে এবং ৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। বাকিগুলোতে ভোট নেয়া হবে ব্যালটের মাধ্যমে।

তিনি বলেন, ‘ব্যালট পেপারে ভোট হলে কেউ তা ছিনিয়ে নিতে পারে। ইভিএমে সে সুযোগ নেই। যার ভোট তাকেই দিতে হবে, অন্য কারো দেয়ার সুযোগ নেই।’

কাঞ্চন পৌরসভার বিষয়ে ইসি সচিব বলেন, ‘আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। কারণ ওখানে তো ইভিএমে ভোট হবে।’

বৃহস্পতিবারের নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

পিডি/এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।