গরমে অস্থির নগরবাসী : যেকোনো সময় নামবে বৃষ্টি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৪ জুলাই ২০১৯

রাজধানী ঢাকায় গত কয়েক দিনের টানা গরমে অস্থির হয়ে উঠেছে নগরবাসী। বৃষ্টি কখন নামবে সে অপেক্ষায় চাতক পাখির মতো প্রহর গুণছেন সবাই । বুধবার (২৪ জুলাই) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলা হলেও বেলা আড়াইটা পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। তবে অধিদফতরের কর্মকর্তারা বলছেন, যেকোনো সময় নামতে পারে বৃষ্টি।

গরমের কারণে ঘরে বাইরে কোথাও স্বস্তি পাচ্ছে না নগরবাসী। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীদের অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তৃষ্ণা মেটাতে ফুটপাত থেকে বড় শপিংমল, সবখানেই জুস ও আইসক্রিমের দোকানে ভিড় বেড়েছে। রাস্তাঘাটে গরমের কবল থেকে বাঁচতে অনেকেই ছাতা মাথায় পথ চলছেন, তবুও গরমে ঘেমে যাচ্ছেন। গরমের কারণে রিকশাচালক থেকে ঠেলাগাড়িচালক, যারা অধিক কায়িক পরিশ্রম করেন তাদের কষ্ট সবচেয়ে বেশি।

Weather-2

দুপুর ১২টা, রাজধানীর লালবাগের নবাবগঞ্জ এলাকার বাসিন্দা গৃহবধূ রেহেনা বেগম দুই বছরের শিশু দোলাকে কোলে নিয়ে ছাতা মাথায় বড় মেয়ের ভিকারুনন্নিসা নূন স্কুলের আজিমপুর শাখায় রওনা হন। হেঁটে চলার সময় গরমে ঘামছিলেন তিনি। তবে নিজের দিকে খেয়াল নেই তার। শাড়ির আঁচল দিয়ে বার বার মেয়ের মুখ মুছে দিচ্ছিলেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে রেহেনা বেগম বলেন, ‘ছাতা মাথায় দিয়েও গরমে শরীর পুড়ে যাচ্ছে।’ এ কথা বলে ফুটপাতে দাঁড়িয়ে এক গ্লাস আখের রস একটানে পান করেন তিনি।

Weather-2

আজিমপুরের ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের পথে কয়েকজন শিক্ষার্থী বই দিয়ে মাথা ঢেকে হেঁটে যাচ্ছিল। তারা জানান, গরমের কারণে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। অনেকের জ্বর বা ডায়রিয়া হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা আতিকুর রহমান দুপুর সোয়া ১টায় জাগো নিউজকে জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি হলে গরম কমবে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। তবে আজ (বুধবার) হালকা বৃষ্টি হবে। আগামীকাল (বৃহস্পতিবার) বৃষ্টির পরিমাণ বাড়বে।

Weather-2

এদিকে গতকাল (মঙ্গলবার) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ (বুধবার) দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এমইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।