ডেঙ্গু সচেতনতায় মাঠে নামছেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫১ পিএম, ২৩ জুলাই ২০১৯

ডেঙ্গু রোগ নির্মূলে জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন রাজধানীতে কর্মরত চিকিৎসকরা। এ লক্ষ্যে বুধবার বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, মেডিকেল কলেজ শিক্ষার্থীর সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নামবেন বলে জানা গেছে।

উদ্যোক্তারা জানান, রাজধানীতে ডেঙ্গু রোগের মহামারি ছড়িয়ে যাওয়ায় গণসচেতনতা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। সেই লক্ষ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেমিনার সিম্পোজিয়াম ও কন্টিনিউইং মেডিকেল এডুকেশন উপ-পরিষদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যৌথ উদ্যোগে বুধবার (২৪ জুলাই) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু জ্বর সচেতনতায় লিফলেট বিতরণ করা হবে।

এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ডা. কে এম মামুন মোর্শেদ জাগো নিউজকে বলেন, ‘দেশে প্রতিনিয়ত ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ছে। এ রোগ থেকে নির্মূল করতে মানুষের সচেতনতা তৈরি করতে হবে। ডেঙ্গু জ্বরের চিকিৎসার চাইতে তা প্রতিরোধ করা জরুরি, এই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।’

তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে র‌্যালি ও লিফলেট বিতরণ করা হবে, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সমন্বয়ে সকাল সাড়ে ১০টায় হাসপাতালের পার্শ্ববর্তী এলাকাসহ গণভবন কোয়ার্টার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।’

এরপর বেলা ১১টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা ও তার প্রতিকার বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করা হবে বলে জানান তিনি।

এমএইচএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।