বেসরকারি হজ এজেন্সিকে জরুরি চিঠি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৩ জুলাই ২০১৯

বেসরকারি হজ এজেন্সিকে জরুরি চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শিব্বির আহমদ উসমানী স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে হজযাত্রী পাঠানো-সংক্রান্ত বিমানের টিকিট ক্রয়, ভিসা প্রসেসিং ও অন্যান্য অসম্পূর্ণ কাজ ২৯ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন>> আরও ৫ শতাংশ হজযাত্রী প্রতিস্থাপন

এতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে কার্যক্রম অসম্পূর্ণ থাকলে তা সংশ্লিষ্ট এজেন্সির দায়িত্ব পালনে অবহেলা হিসেবে গণ্য হবে। একই সঙ্গে চলতি বছর হজ পালনে ইচ্ছুক যাত্রীদের যাবতীয় কার্যক্রম সংশ্লিষ্ট এজেন্সি ইতোমধ্যে সম্পন্ন করেছে কি না- তা মন্ত্রণালয়কে নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় চিঠিতে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

এমইউ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।