বিদেশ থেকে আর্থিক সহযোগিতা আসবে না : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৩ জুলাই ২০১৯

যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলছেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাইরে (বিদেশ) থেকে আর্থিক সহযোগিতা আসবে না। তাই বলে বহুমাত্রিকতার বিরুদ্ধে আমরা নই। আমরা বিশ্ব সভায় আছি, থাকব।’

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বললেন।
এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট করপোরেশনের (জিপিইডিসি) সিনিয়র লেভেল সভা এবং হাই লেভেল পলিটিক্যাল ফোরাম (এইচএলপিএফ) অন সাসটেইনেবল ডেভেলপমেন্টের সভায় যোগ দেন পরিকল্পনামন্ত্রী। সেখান থেকে গতকাল সোমবার তিনি দেশে ফেরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যে কাজগুলো এসডিজি করবে, এগুলো অত্যন্ত প্রয়োজনীয় ও কল্যাণমূলক কাজ। এটা আমাদের প্রধানমন্ত্রী মেনেছেন, স্বীকার করেছেন, সই করেছেন এবং আমরা কথা রাখব।’

সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতি অনাস্থা প্রকাশ করেন বাংলাদেশের এ পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘জাতিসংঘ অতীতে অনেক উদ্যোগ নিয়েছে। কখনো কোথাও অর্থ আসে নাই। আমি বয়স্ক মানুষ, অনেক কিছু দেখেছি এ জীবনে। অনেক উদ্যোগে তারা (জাতিসংঘ) ডাকে, নেয়; কিন্তু পরে অর্থ পাওয়া যায় না।’

‘তারা (জাতীসংঘ) উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, সভা ডাকে, খাওয়া-দাওয়া হয় প্রচুর, ঘোরাফেরা করি। কিন্তু আল্টিমেটলি অর্থ আমাদের নিজেদেরই জোগাড় করতে হয়’, যোগ করেন পরিকল্পনামন্ত্রী।

তিনি এই সফরে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ কী করছে, তা তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিদেশি অর্থায়ন আমি বেশি আশা করি না। ফাইন্যান্সিং আমাদের নিজেদেরই করতে হবে, এটা আমি বলেছি ওখানে। আমাদের অভ্যন্তর থেকে অর্থ বের করতেই হবে।’

এ সময় পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএমইডির সচিব আবুল মনসুর মো.ফয়েজ উল্ল্যাহ, পরিকল্পনা কমিশনের সদস্য শামীমা নারগিসসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পিডি/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।