এবারও ৫ স্থান থেকে পাওয়া যাবে রেলের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১ এএম, ২৩ জুলাই ২০১৯

গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও ঢাকার আরও চারটি স্থান থেকে আসন্ন ঈদুল ফিতরে বিভিন্ন রুটে চলাচলকারী রেলের অগ্রিম টিকিট পাওয়া যাবে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর রেলভবনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ কথা জানান।

এবার ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। রেলের ফিরতি টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘গত ঈদুল ফিতরের মতো এবার ঈদেও পাঁচটি স্থান থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হবে, যাতে এক জায়গায় ভিড় না হয়।’

রেলপথমন্ত্রী বলেন, ‘কমলাপুর স্টেশন থেকে যমুনা সেতু দিয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে। বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।’

তেজগাঁও রেলস্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর; বনানী থেকে নেত্রকোণাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস; সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট ফুলবাড়িয়া (পুরনো রেলভবন) থেকে সংগ্রহ করতে হবে বলে জানান রেলমন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ আগস্ট দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

আরএমএম/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।