কোরবানি পশুর চিকিৎসায় ডিএসসিসির মেডিকেল টিম গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২২ জুলাই ২০১৯

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন অস্থায়ী পশুর হাটে কোরবানি পশুর প্রাথমিক চিকিৎসা প্রদানে দুটি ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সোমবার ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ডিএসসিসির আওতাধীন এলাকায় স্থাপিত পশুর হাটগুলোতে অসুস্থ গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে সহকারী পশু চিকিৎসক ডা. এ বি এম শফিকুল ইসলাম এবং ডা. এস এম আমিনুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে দুটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ দুটি মেডিকেল টিম ঈদুল আজহার পূর্বের তিনদিন স্ব স্ব অঞ্চলে স্থাপিত অস্থায়ী পশুর হাটে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

গঠন করা দুটি মেডিকেলের সদস্যরা হলেন- (প্রথম টিম) ডিএসসিসির অঞ্চল ৪ এর সহকারী পশু চিকিৎসক ডা. এ বি এম শফিকুল ইসলাম, অঞ্চল ৪ এর ভেটেরিনারি পরিদর্শক শফিকুল ইসলাম এবং ভেটেরিনারি পরিদর্শক দেলোয়ার হোসেন মোল্লা।

দ্বিতীয় টিমে রয়েছেন- ডিএসসিসির অঞ্চল ৩ এর সহকারী পশু চিকিৎসক ডা. এস এম আমিনুল ইসলাম, অঞ্চল ৫ এর ভেটেরিনারি পরিদর্শক ফরিদ আহমেদ এবং অঞ্চল ৩ এর ভেটেরিনারি পরিদর্শক আব্দুল আজিজ।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।