সমবেদনা জানাতে রওশনের বাসায় স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২১ জুলাই ২০১৯

জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী ও বিরোধী দলীর উপনেতা রওশন এরশাদকে সমবেদনা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে যান স্পিকার। সেখানে তিনি সাড়ে ৮টা পর্যন্ত অবস্থান করেন।

রওশন এরশাদের গণসংযোগ কর্মকর্তা মামুন জানান, রওশন এরশাদকে সমবেদনা জানাতে এসেছিলেন স্পিকার। এ সময় রওশনের উদ্দেশে তিনি বলেন, উনি (এরশাদ) যখন ইন্তেকাল করেন তখন আমি আমেরিকায় ছিলাম। তার মৃত্যুর সংবাদ পেয়ে আমি ব্যথিত হয়েছি। সেখানে থেকে আমি এরশাদ সাহেবের জন্য দোয়া করেছি।

এ সময় স্পিকার পরিবারের সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে ১৬ জুলাই চতুর্থ জানাজা শেষে বিকেল ৫টা ৪০ মিনিটে নিজ বাসভবন পল্লী নিবাসে এরশাদকে দাফন করা হয়।

এইউএ/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।