মশার প্রজনন স্থল ধ্বংসে বাড়ি বাড়ি যাবে ডিএসসিসি টিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২১ জুলাই ২০১৯

ডেঙ্গু মুক্ত শহর গড়তে বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সে লক্ষ্যে রোববার (২১ জুলাই) থেকে ১৫ দিনের বিশেষ প্রোগ্রাম চালু করেছে ডিএসসিসি। দক্ষিণের ৫৭ ওয়ার্ডের ২৫ হাজার বাসায় পরিদর্শক টিম, পরিচ্ছন্নতা টিম ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা যাবেন। যে বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, প্রতিনিধিরা গিয়ে তা ধ্বংস করবে।

রোববার (২১ জুলাই) রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় এ বিশেষ কর্মসূচির উদ্বোধনকালে দক্ষিণের মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।

মেয়র বলেন, আজ থেকে এ কর্মসূচির পাশাপাশি নাগরিকদের প্রশিক্ষণ দেয়া হবে, কিভাবে এডিস মশার বংশ ধ্বংস করতে হয়। এডিস মশা রাস্তা বা ডোবার নোংরা পানিতে জন্মে না। এ মশা বাসার বারান্দা বা ছাদে পরিত্যক্ত টায়ার, টব বা ট্যাংকির স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই এডিস মশা ধ্বংসে সচেতনা ও সতর্কতা সবচেয়ে বেশি প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় মশার বিস্তার রোধ করতে হবে।

সাঈদ খোকন আরও বলেন, আমাদের ৬৮টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে। বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এছাড়া ডিএসসিসির হট লাইনে ফোন করলে আমরা বাসায় গিয়ে সেবা দিয়ে আসবো।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।