চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুপুর দেড়টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। তবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে গেলেও প্রভাতী ও কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।
জানা গেছে, ফৌজদারহাট এলাকায় ওয়াগন লাইনুচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল স্বাভাবিক হয়। দুপুর একটা ২০ মিনিটের দিকে সুবর্ণ ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে।
এর আগে লাইনচ্যুত হওয়ার দুইটি লাইন বন্ধ হয়ে যায়। ফলে কোনো ট্রেন চলাচল করতে পারেনি। সকাল ৯টার টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুপুর সোয়া ১টার দিকে একটি লাইন চালু করতে সক্ষম হয় তারা।