রামপুরায় ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ


প্রকাশিত: ০৫:৩১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আগের ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার ক্লাশ বর্জন করেছেন। ক্লাশ বর্জন করে রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করছেন তার।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো রামপুরাস্থ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে রামপুরার প্রধান সড়ক প্রগতি সরণীতে অবস্থান নিয়েছেন।

টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।