চাঁদে মানুষ অবতরণের ৫০ বছর উদযাপন করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২০ জুলাই ২০১৯

চাঁদে মানুষ অবতরণের ৫০ বছর পূর্ণ হয়েছে আজ শনিবার (২০ জুলাই)। সারাবিশ্বের মতো বাংলাদেশও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন দিনটি উদযাপন করছে।

এ উপলক্ষে শনিবার সকাল ৮টায় রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘অ্যাস্ট্রো অলিম্পিয়ার্ড’র আয়োজন করা হয়। এটি চলে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত। এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রকেট মডেল মেকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রকেট মডেল মেকিং প্রতিযোগিতা পরিদর্শন করেন। প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগীদের সঙ্গেও কথা বলেন যুক্তরাষ্ট্রের এ রাষ্ট্রদূত।

সারাদেশের প্রায় ৩০০ অলিম্পিয়াড প্রতিযোগী এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বেলা দেড়টার দিকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। মোট ২৪ জনকে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার তুলে দেন বাংলাদেশে রাশিয়ান কালচারাল সেন্টারের পরিচালক মেক্সিম। তিনি বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ।’

chandpur2

এর আগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, `চন্দ্রাভিযানের ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা তরুণ প্রজন্মের মেধাকে বিকশিত করতে চাই। মহাকাশকে ঘিরে বাংলাদেশেরও অনেক স্বপ্ন আছে। মানব সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে মহাকাশকেন্দ্রিক গবেষণা ও আবিষ্কার এখন সময়ের দাবি।’

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন সন্ধ্যা ৭টা থেকে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণেরও ব্যবস্থাও থাকবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে।

পিডি/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।