হজের পোশাক পরে মসজিদ থেকে রিয়েলভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে গেলেন তারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:২৫ এএম, ২০ জুলাই ২০১৯

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদের বারান্দা থেকে হজ প্রতিষ্ঠানের এক কর্মকর্তার রিয়েলভর্তি ব্যাগ চুরির অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার দাবি, তার ব্যাগে ৫৫ হাজার রিয়েল ছিল।

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের দারুল ইমাম ইন্টারন্যাশনাল হজ কাফেলার কর্মকর্তা মো. নুরুল আবসার এ অভিযোগ করেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বিকেলে আসরের নামাজের সময় নুরুল আবসার বিমানবন্দরের মসজিদের বারান্দায় বসেছিলেন। ভেতরে তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের কয়েকজন নামাজ আদায় করছিলেন। এ সময় চারজন ব্যক্তি ওই ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যান।

তিনি আরও জানান, মসজিদের সিসিটিভির ‍ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ১৩ মিনিটের দিকে হজপোশাক পরিহিত চারজন নুরুল আবসারের পাশ থেকে ব্যাগটি নিয়ে দ্রুত বিমানবন্দরের মূল ফটকের দিকে চলে যান। এ সময় নুরুল আবসারকে অন্যমনস্ক দেখা যায়। পরে তিনি ব্যাগ না পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে অভিযোগ করেন।

নুরুল আবসার জানিয়েছেন, তার ব্যাগে প্রায় ১২ লাখ টাকা মূল্যমানের ৫৫ হাজার রিয়েল ছিল।

এর আগে গত ১২ জুলাই বিমানবন্দরের মসজিদের ভেতর নামাজ আদায়ের পর হেরেম পরিধানের সময় এক হজযাত্রীর ৫ হাজার রিয়েল চুরি হয়।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।