শেষ হলো সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিতর্ক বিকাশ


প্রকাশিত: ০৭:০১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

শুধু শহরের শিক্ষার্থীরাই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এগিয়ে রয়েছে মেধা-মনন আর যুক্তির লড়াইয়ে। দেশের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্ক বিকাশ’-এর তৃতীয় আয়োজনে সেটাই প্রমাণিত হয়েছে। প্রতিযোগিতায় দুই হাজার সুবিধাবঞ্চিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সুযোগ এবং সহায়তা পেলে এই শিক্ষার্থীরাই নিজেদের সৃজনশীলতায় হয়ে উঠবে আগামী দিনের শ্রেষ্ঠসম্পদ।

শনিবার বাংলা একাডেমি মিলনায়তনে জাতীয়ভিত্তিক প্রতিযোগিতা ‘বিতর্ক বিকাশ’-এর তৃতীয় আয়োজনের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।

ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী তার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি- এই শ্লোগানে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ব্র্যাক-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মুসা প্রমুখ।

গ্র্যান্ড ফাইনালে নাটোরের আগ্রাণ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়। গ্র্যান্ড ফাইনালে বিতর্কের বিষয় ছিল- কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা, রানার আপ দলকে ২৫ হাজার টাকা এবং শ্রেষ্ঠ বক্তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার হিসেবে নগদ অর্থসহ ট্রফি, ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

এএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।