১৮ আগস্ট রুশেমা বেগমের আসনে ভোট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৮ জুলাই ২০১৯

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি রুশেমা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী ১৮ আগস্ট উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ জুলাই, বাছাই ২৮ জুলাই, প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট। বৃহস্পতিবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন।

প্রসঙ্গত, ১০ জুলাই রুশেমা বেগমে মারা যান। এরপর দিন ১১ জুলাই এ আসন শূন্য করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর ১৬ জুলাই নির্বাচন কমিশনে এ সংক্রান্ত গেজেট পাঠায় সংসদ সচিবালয়। তার মৃত্যুর দিন সংসদ অধিবেশন ছিল। সেইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে আনীত শোক প্রস্তাবের ওপর বক্তব্য দিতে হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এইচএস/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।