বেনাপোলে শিশুসহ আটক ১০


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বেনাপোল সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে বেনাপোলের পুটখালী ও বড়আঁচড়া সড়কে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মাগুরার কেষ্টপুর গ্রামের রবীন্দ্রনাথের স্ত্রী রিয়া রানী (৬০), বরিশালের সুজন মণ্ডলের মেয়ে সাথী (১১), দীপিকা (৩) ও ছেলে  সুব্রত মণ্ডল (১২), খুলনা সদরের ৫নং গ্রিনল্যান্ড এলাকার বাবুর মেয়ে সনিয়া ইসলাম (১৮) ও রমজান (৯), পাইকগাছার গোলবানিয়া গ্রামের খগেন সরদারের ছেলে সুবাস সরদার (৫৮), সুবাস সরদারের স্ত্রী শেফালী সরদার (৪৫), বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামের শাহাজাহান ইজারাদারের ছেলে সোহেল ইজারাদার (১৪) ও হাজারুদ্দীনের ছেলে শেখ কাওছার (৪৫)।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।