ডিজিএফআই পরিচয়ে সচিবালয়ে তদবির করতে গিয়ে ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৭ জুলাই ২০১৯

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) ভুয়া পরিচয় দিয়ে সচিবালয়ে তদবির করতে গিয়ে ধরা পড়েছেন শাহিনুল ইসলাম নামের এক ব্যক্তি।

বুধবার (১৭ জুলাই) দুপুরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটক করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা) মো. তমিজুল ইসলাম খানের কাছে ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে তদবির করতে আসেন শাহিনুল। এর আগেও তিনি তদবির করেছেন। আজ সন্দেহ হলে তাকে জেরা করা হয়। এরপরই তিনি স্বীকার করেন, তিনি ডিজিএফআইয়ে কাজ করেন না।

ঘটনাস্থলে পুলিশ হাজির হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

শাহিনুল ইসলামের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দিতে। তার বাবার নাম সাইদুর রহমান। বর্তমানে তিনি মিরপুরের কাজীপাড়ায় থাকেন।

আটক শাহিনুলের কাছে তথ্য অধিদফতরের একটি অ্যাক্রিডিটেশন কার্ডও পাওয়া গেছে। সংশ্লিষ্টরা যাচাই করে দেখতে পেয়েছেন যে, এই কার্ডটিও ভুয়া।

আরএমএম/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।