বন্যার্তদের সাহায্যার্থে ৯২ লাখ টাকা দিল রেল মন্ত্রণালয়
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৭ জুলাই ২০১৯
রেলপথ মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বন্যার্তদের সাহায্যার্থে একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করেছেন। বুধবার (১৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৯১ লাখ ৯৯ হাজার ৩৮২ টাকার চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বর্ধিত ট্রেন বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ এবং রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রুটে বর্ধিত বিরতিহীন আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ ট্রেন দুটির উদ্বোধন করেন তিনি। এ সময় অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ৯১ লাখ ৯৯ হাজার ৩৮২ টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন।
এফএইচএস/আরএস/জেআইএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।