পদ্ধতি দেখে অবাক হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০১:১৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

প্রত্যন্ত অঞ্চলে কম্পিউটারাইজড পদ্ধতি দেখে অবাক হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার রাজশাহীর চারঘাটে অনুষ্ঠিত ইন্টারনেট মেলায় নন্দনগাছি বালিকা বিদ্যালয়ের স্টলে গিয়ে একটি চমকপ্রদ পদ্ধতি দেখেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আর সেই পদ্ধতি হলো, কোনো ছাত্রী স্কুলে না গেলে তার বাবা-মাকে কম্পিউটারাইজড উপস্থিতি থেকে সয়ংক্রিয়ভাবে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেয়া হয়। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ইউনিয়ন পর্যায়ের একটা স্কুলে যেখানে একটি ভালো ভবন নেই তারা এটা করছেন ! অভিনন্দন স্কুল কর্তৃপক্ষকে এবং প্রধান শিক্ষিকা ফজিলাতুন্নাহারকে। যিনি চারঘাট মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাসের ভিত্তিতে শাহারিয়ার শীষ বিন্দু নামে একজন ফেসবুক ব্যবহারকারী মতামতে লিখেছেন, রাজশাহীর অনেক স্কুলেই এ পদ্ধতি চালু আছে।

sariar

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।