ভোলায় ভাঙনের শিকার ৯শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

ভোলায় ভয়াবহ নদী ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়া ৯শ পরিবারের মধ্যে শনিবার দুপুরে জনতা ব্যাংকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়।

এসময় জনতা ব্যাংকের পরিচালক কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মাহাবুবুর রহমান হিরণ বলেন, প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ভোলাকে যেকোনো কিছুর বিনিময়ে রক্ষা করতে হবে। ভোলা রক্ষা পেলেই এখানে গড়ে উঠবে শিল্প নগরী।

আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজলুল কাদের মজনু, জনতা ব্যাংকের বরিশাল জোনের মহাব্যবস্থাপক মো. জিকরুল হক, এজিএম আব্দুল মান্নান। পরে তারা নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। অপরদিকে, পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জিও টিউব ফেলার কাজ শুরু করেছে। দুপুর পর্যন্ত ১শ`টি জিও টিউব ফেলা হয়।  

এদিকে, শুক্রবার নতুন করে বিশ্বরোডের মাথায় ভয়াবহ ভাঙনে বিলীন হতে শুরু করেছে কালুপুর আর্দশগ্রাম। ওই আর্দশগ্রামের ৫০টি পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছে।

অমিতাভ অপু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।