এরশাদের কবর জিয়ারত করলেন সাদ
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৭ জুলাই ২০১৯
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন তার জ্যেষ্ঠ সন্তান রাহগীর আল মাহে এরশাদ (সাদ এরশাদ)।
রংপুরে অবস্থিত পল্লী নিবাসে বুধবার সকালে সংসদের এ বিরোধী দলীয় নেতার কবর জিয়ারত করেন তিনি।
গত রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় এবং বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা হয়। এরপর মঙ্গলবার রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে চর্তুথ জানাজা শেষে বিকেল ৫টা ৪০ মিনিটে নিজ বাসভবন পল্লী নিবাসে এরশাদকে দাফন করা হয়। এ সময় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
এইচএস/এনডিএস/জেআইএম