বুড়িগঙ্গা তীরের ৪৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৬ জুলাই ২০১৯

বুড়িগঙ্গার প্রথম সেতুর (পোস্তাগোলা ব্রীজ) নিচ থেকে দোলেশ্বর খেয়াঘাট পর্যন্ত বুড়িগঙ্গা নদীর দক্ষিণপ্রান্তের ৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শহরের চারদিকের নদীসমূহ টেকসইভাবে দখল-দূষণমুক্ত করণের লক্ষ্যে ধারাবাহিক অভিযানের ৪৪তম দিনে মঙ্গলবার এ অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন অভিযানের এ তথ্য জানান।

biwta2

উচ্ছেদের বিবরণ থেকে জানা গেছে, অভিযানে সাত তলা ভবন ১টি, এক তলা ৫টি, আধা-পাকা ১৭টি এবং ২১টি টিনের ঘরসহ মোট ৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অবমুক্ত করা হয়েছে ৩ একর জায়গা, নিলাম করা হয়েছে ৭৮ লাখ টাকা এবং জরিমানা করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার টাকা।

জানা গেছে, আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে কদমতলী-দোলেশ্বর খেয়াঘাটের দোলেশ্বর প্রান্ত (বুড়িগঙ্গা নদীর দক্ষিণপ্রান্তে) হতে উচ্ছেদ অভিযান শুরু হবে।

এএস/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।