বর্তমানে দেশে ১১ কোটি লোক মোবাইল ব্যবহার করছে


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২১ অক্টোবর ২০১৪

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ১৬ কোটি মানুষের দেশে বর্তমানে প্রায় ১১ কোটি লোক মোবাইল ব্যবহার করছে। এর মধ্যে গ্রামীণফোনের  গ্রাহক ৫ কোটি। এ জন্য গ্রামীণফোনকে অভিনন্দন জানায়।

মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘৫ কোটি গ্রাহক’ লিখিত গ্রামীণফোনের কেক কাটা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় গ্রামীণফোনের কর্মকর্তারা বলেন, দেশের ৫ কোটি মানুষ গ্রামীণফোনের মাধ্যমে তথ্য ও ভাব আদান প্রদান করছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে গ্রামীণফোন ইন্টারনেট সেবায় ৫ কোটিতে পৌঁছবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।