এবার সিলেটের পাহাড়ি এলাকায় ধসের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৫ জুলাই ২০১৯

প্রায় ১০ দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ে ধসের পূর্বাভাস দিয়ে আসছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও ধস হয়েছেও। চট্টগ্রামের পাশাপাশি সমানতালে বৃষ্টিপাত হচ্ছে সিলেট বিভাগেও। অন্যদিকে বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এ বিভাগের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

এ রকম পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ জুলাই) চট্টগ্রামের পাশাপাশি সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর বলেছে, ‘বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণ সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।’

পিডি/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।