ফাইনালে জকোভিচ-ফেদেরার
ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন এক নম্বর এবং দুই নম্বর বাছাই নোভাক জকোভিচ এবং রজার ফেদেরার। সেমিফাইনালে স্টান ভাভরিঙ্কাকে হারিয়েছেন ফেদেরার। আর গতবারের চ্যাম্পিয়ন মারিন চিলিসকে হারিয়েছেন জকোভিচ।
এদিকে ছয় বছর পর ইউএস ওপেনের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন সুইস তারকা রজার ফেদেরার। বিশ্ব র্যা ঙ্কিংয়ে শীর্ষে থাকা জকোভিচকে হারাতে পারলে ৩৪ বছর বয়সী ফেদেরার হবেন ১৯৭০ সালের পর সবচেয়ে বেশি বয়সী ইউএস ওপেন চ্যাম্পিয়ন।
শনিবার সকালে সেমিফাইনালে ফেদেরার ৬-৪, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন স্বদেশী স্টানিসলাস ওয়ারিঙ্কাকে। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যারিন সিলিককে ৬-০, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। উন্মুক্ত যুগে ছেলেদের কোনো সেমিফাইনালে এতটা একাধিপত্যের মাধ্যমে জয় এটিই প্রথম।
এমআর/এমএস