বন্যার্তদের স্কুল-কলেজে আশ্রয় দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৪ জুলাই ২০১৯

বন্যাকবলিত ও দুর্যোগপূর্ণ এলাকায় জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকারি-বেসরকারি স্কুল কলেজসমূহ সার্বক্ষণিক খোলা রেখে সেগুলোতে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

রোববার জারিকৃত এ নির্দেশনায় বলা হয়, দুর্যোগপূর্ণ এলাকাসমূহে সব সরকারি বেসরকারি স্কুল-কলেজ খোলা রেখে বন্যার্তদের দেখভাল করতে হবে। প্রতিষ্ঠানের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে সার্বক্ষণিক অবস্থানপূর্বক সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করবেন। উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করবেন।

আদেশকৃত বিষয়ে ব্যবস্থা গ্রহণপূর্বক অধিদফতরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনীয় ফোন নম্বর- ০১৭১৫০৮৮৪২০, ০১৭১২২০১৬১৪।

এমএইচএম/জেএইচ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।