সিনিয়র সচিব হলেন মফিজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৪ জুলাই ২০১৯

সিনিয়র সচিব হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম। রোববার (১৪ জুলাই) তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ৯ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব পদ চালু করে।

মফিজুল ইসলাম বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগদান করেন। ওই বছরের ১৩ আগস্ট সচিব হিসেবে পদোন্নতি পান। গত বছরের ২৯ নভেম্বর তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান।

আরএমএম/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।