ক্যাডার বঞ্চিত প্রার্থীদের অবস্থান কর্মসূচি


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

৩৪তম বিসিএসে ৪০৪টি শুন্য পদে মেধাবীদের মূল্যয়ন এবং মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে ফলাফল প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করেছেন বিসিএসে উত্তীর্ণ ক্যাডার বঞ্চিত প্রার্থীরা।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অনশন চলবে দুপুর ২টা পর্যন্ত। ৩৪ তম বিসিএসে ক্যাডার বঞ্চিত শিক্ষার্থীদের ব্যানারে এ অনশন চলছে।

এসময় নন-ক্যাডাররা বলেন, ৩৪তম বিসিএস এ শূন্য পদ থাকা সত্ত্বেও নন-ক্যাডারদের নিয়োগ না দিয়ে তাদের বঞ্চিত করা হয়েছে। বিগত বিসিএসগুলোতে কোটায় প্রার্থী পাওয়া না গেলে শূন্যপদ পূরণের জন্য মেধা কোটা থেকে প্রার্থী নিয়োগ করা হতো এমনকি বিজ্ঞাপিত পদের কয়েকগুণ পদেও মেধাকোটা থেকে নিয়োগ দেয়া হয়েছিল ৩১তম ও ৩৩তম বিসিএসে।

কিন্তু ৩৪তম বিসিএসে যোগ্য প্রার্থী থাকার পরও নিয়োগ না দিয়ে পদ খালি রেখে নন-ক্যাডার তালিকায় রেখে বঞ্চিত করা হয়েছে। সাধারণ মেধাকোটার প্রার্থী ছাড়াও মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য কোটার প্রার্থীগণও এই নির্মম বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অনশনে অংশ নেয়া নন-ক্যাটাররা।

তাছাড়া ফলাফল প্রকাশ করা হয়েছে রাতে। সঠিকভাবে পূরণ করা হয়নি মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটা। বিশেষ একটি শ্রেণিকে সুবিধা দিতেই পদ শূন্য রাখা হয়েছে বলেও অভিযোগ তাদের।

তারা অভিযোগ করেন, ৩৩তম বিসিএস এ কৃতকার্য ৫৪ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগে সুপারিশ করা হলেও ৩৪তম বিসিএসে ২৫ শতাংশ সুপারিশ করা হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে ফলাফল পুনঃমূল্যায়ন ও নন-ক্যাডার থেকে নিয়োগের দাবি জানান তারা।

‘৩৪ তম বিসিএসে ক্যাডার বঞ্চিত শিক্ষার্থীরা’ এর সমন্বয়ক নূর ইসলাম নূর জাগো নিউজকে বলেন, মেধা ও প্রাধিকার কোটার আলাদা করে ফলাফল পূনঃপ্রকাশ করা হোক। এবং ৩৪ তম বিসিএসে ৪০৪টি শুন্য পদে আমাদের যাদের উত্তীর্ণ দেখানো হয়েছে তাদের সুযোগ দেয়ার দাবি জানাই।

এ দাবি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী কার্যালয় এবং জনপ্রশাসন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তিনি। এছাড়া মঙ্গলবার পিএসসির (পাবলিক সার্ভিস কমিশন) সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা।


এমএইচ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।