সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ এ সমতায় ফিরলো স্বাগতিক ইংল্যান্ড। সমতায় ফিরতে অজিদের ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইলির বোলিং তোপে পড়ে সফরকারীরা। দলীয় ৩০ রানের মধ্যে দুই ওপেনার জো বার্নস, অ্যারন ফিঞ্চ আর তিন নম্বরে নামা দলপতি স্টিভেন স্মিথকে ফিরিয়ে দেন উইলি। তবে, চার নম্বরে নামা জর্জ বেইলি আর পাঁচ নম্বরে নামা গ্লেন ম্যাক্সওয়েল স্কোরবোর্ডে আরও ১৩৭ রান যোগ করেন। বেইলির ব্যাট থেকে আসে ৭৫ রান আর ম্যাক্সওয়েল ব্যাটে ঝড় তুলে করেন ৮৫ রান।

তবে, তিনশ রানের টার্গেট দিতে অজিদের হয়ে দারুণ ভূমিকা রাখেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড আর নয় নম্বরে নামা জন হাস্টিংস। ওয়েড খেলেন ২৬ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস। ইংলিশদের হয়ে উইলি তিনটি উইকেট তুলে নিলেও লিয়াম প্লাংকেট আর মঈন আলি দুটি করে উইকেট পান।

৩০০ রানের টার্গেটে নেমে ৪৮.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। দলীয় এক রানের মাথায় ওপেনার অ্যান্ড্রু হেলস ফিরে গেলেও আরেক ওপেনার জ্যাসন রয় খেলেন ৩৬ রানের ইনিংস। সর্বোচ্চ রান আসে দলপতি ইয়ন মরগানের ব্যাট থেকে। তিনি ৮টি চার আর দুটি ছয়ে ৯২ বলে করেন ৯২ রান। এছাড়া জেমস টেইলর ৪১, বেন স্টোকস ৪১, বেয়ারস্টো ৩১, মঈন আলি অপরাজিত ২১, প্লাংকেট ১৭ আর উইলি অপরাজিত ১২ রান করেন।

অজিদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন প্যাট কামিন্স। ম্যাচ সেরা নির্বাচিত হন ইয়ন মরগান।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।