হাসপাতাল ছেড়েছেন মক্কায় আহত বাংলাদেশিরা


প্রকাশিত: ০৫:০২ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

সৌদিতে ক্রেন ভেঙে দুর্ঘটনায় হতাহত বাংলাদেশিরা  প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ।  

শনিবার তিনি সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে তিনজনকে প্রথমে আইসিইউতে রাখা হলেও তারা এখন আশঙ্কামুক্ত।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানান, বাংলাদেশিরা বেশিরভাগই আহত হয়েছিলেন ভয় ও হুড়োহুড়ির কারণে। তাদের সবাইকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের মক্কার মসজিদ উল হারামে ক্রেন ছিড়ে পড়ে ১০৭ হজযাত্রীর মৃত্যু ঘটে। এই ঘটনায় আহত হয় আরো প্রায় ২৩০ জন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।