৪ কেজি স্বর্ণসহ বিমানের ট্রাফিক হেল্পার আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৩ জুলাই ২০১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক ট্রাফিক হেল্পারকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুর পৌনে ১টায় বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের বহিরাঙ্গনে স্বর্ণ বহনের সময় আর্মড পুলিশ তাকে আটক করে।

আটকৃতের নাম এমদাদ হোসেন চৌধুরী (৪৬)। তার কাছ থেকে ৩৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে থাই এয়ার (ফ্লাইট নম্বর টিজি ৩২১) ফ্লাইটে চড়ে ঢাকায় আসে। স্বর্ণ বহনকারী থাই বিমানে আসা কিছু মাল প্যাকেটে করে ইমপোর্ট কার্গোতে আসে। সেখান থেকে উক্ত স্বর্ণ নিজ হেফাজতে নেন বলে স্বীকার করেন এমদাদ। আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

আটক এমদাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়া চলছে।

আরএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।