হাসপাতালে ব্যারিস্টার শাকিলা


প্রকাশিত: ০৪:২৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

জঙ্গি সংগঠনকে অর্থ সহায়তার অভিযোগে গ্রেফতার হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার সন্ধ্যার দিকে পেটের অসুখে আক্রান্ত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল ইসলাম জানান, রিমান্ড ও আদালতে স্বীকারোক্তি শেষে শাকিলা ফারজানা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মহিলা সেলে বন্দি ছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে শাকিলা প্রচণ্ড পেটের ব্যাথায় আক্রান্ত হন। এই সময় কারাগার কর্তৃপক্ষ তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে কারাগারের চিকিৎসকদের পরামর্শে চমেক হাসপাতালে নিয়ে যায়। শাকিলা চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে কারারক্ষীদের প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট জঙ্গি অর্থায়নের অভিযোগে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও তার অপর দুই সহযোগী আইনজীবীকে ঢাকার ধানমণ্ডি থেকে গ্রেফতার করে চট্টগ্রামের র‌্যাব-৭।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।