পাহাড় ধস : অল্পের জন্য রক্ষা পেলেন মা-মেয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৩ জুলাই ২০১৯
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মৃত্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন মা ও মেয়ে। মাটি চাপা পড়ে আহত এই দুজনকে উদ্ধার করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে আরেফিন নগরের মাঝের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সানু আক্তার (৪০) ও তার মেয়ে মর্জিনা আক্তার (১৮)। তাদের চিকিৎসার জন্য

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার এসআই এমদাদুল হক জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আরেফিন নগরে পাহাড়ের ঢালে ঘর তুলে বসবাস করে আসছিলেন সানু আক্তার ও তার পরিবার। আজ সকাল ১০টার দিকে মা-মেয়ে সকালের খাবার খাচ্ছিলেন। এ সময় তাদের ঘরের ওপর পাহাড় ধসে পড়লে তারা মাটিতে আটকা পড়েন। পরে খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশে ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

আবু আজাদ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।