সেন্ট যোসেফ স্কুলে নোংরা টয়লেট, কর্তৃপক্ষকে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১১ জুলাই ২০১৯

ঢাকার নামিদামি স্কুলগুলোর মধ্যে অন্যতম সেন্ট যোসেফ স্কুল। কিন্ত তাদের স্যানিটেশন ব্যবস্থা খুবই নাজুক ও অস্বাস্থ্যকর। নোংরা টয়লেট, বেসিনে ময়লা, কমোডও ভাঙা।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সেন্ট যোসেফ স্কুলে বিশেষ অভিযানে এসব তথ্য উঠে আসে। আজ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন স্কুলে অভিযান চালানো হয়।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল জাব্বার মন্ডল ও আফরোজা রহমান।

মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘ভোক্তার সেবা নিশ্চিত করতে ভোক্তা অধিদফতর কাজ করছে। এর মধ্যে স্কুলগুলোর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অন্যতম। কারণ এখানে কমলমতি শিশুদের স্বাস্থ্য জড়িত। এরই ধারাবাহিকতায় স্কুলগুলোর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আজকে সেন্ট যোসেফ স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান করা হয়। তাদের সবারই স্যানিটেশন ব্যবস্থা খুবই নাজুক। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী রোববার (১৪ জুলাই) অধিদফতরে ডাকা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা স্কুলগুলোকে সতর্ক করেছি। আগামীতে সতর্ক না হলে জরিমানা করা হবে।’

এসআই/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।