ব্যাখ্যা দিলেন নাদিয়া


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

`মন পাবি, দেহ পাবি, তবু ভ্যাট পাবি না`  প্ল্যাকার্ডের ব্যাখ্যা দিলেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাদিয়া রহমান বাঁধন। বেসরকারি বিশ্ববিদ্যলয়ের উপর ধার্য্যকৃত ভ্যাট প্রত্যাহারের দাবির আন্দোলনে `মন পাবি, দেহ পাবি, তবু ভ্যাট পাবি না`  প্ল্যাকার্ড প্রদর্শনের ফলে বিভিন্ন সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এরই এক পর্যায়ে বাঁধন নিজের ফেসবুক ওই প্ল্যাকার্ডের ব্যাখ্যা দিলেন।

নিজের ফেসবুকে তিনি স্লোগানের ব্যাখায় লিখেছেন, `যদি সরকার আমাদের কথা মানে তাহলে আমরা সরকারের উপর খুব হ্যাপি হবো (মন পাবি)। যদি পুলিশ দিয়ে গুলি করতে চাই তাও রেডি আছি (দেহ পাবি), কিন্তু কোনো ভ্যাট নয়।`

তিনি আরও লিখেছেন, এই সিম্পল কথাটা না বুঝে যারা উল্টা-পাল্টা কমেন্ট করছে তাদের কিছু বলার নেই আমার। অন্যদের শ্রদ্ধা করলেই কেবল আপনি কারো কাছ থেকে শ্রদ্ধা পেতে পারেন।

বাঁধন তার ফেসবুকে আরেক স্ট্যাটাসে জানিয়েছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইস্টওয়েস্টেরও সাবেক শিক্ষার্থী। বেশ ভালো একটি প্রতিষ্ঠানে বেশ ভালো একটি পদে কর্মরত আছি। কাল ইউআইটিএস শিক্ষার্থীদের সঙ্গে এই প্ল্যাকার্ডসহ ছবিটা তুলেছিলাম। তারপর বসুন্ধরা গেটে গিয়ে বসেছি। আরো অনেক প্ল্যাকার্ড হাতে নিয়ে ছবি তুলেছি, কিন্তু কোনোটাই আমার নিজের (প্ল্যাকার্ড) না। এই ছবিটা ভাইরাল হয়েছে কারণ আমি মেয়ে এবং লেম মেন্টালিটির কিছু মানুষ আছে। এই প্ল্যাকার্ডের লেখাটা ফানি (মিনিংলেস না, কিন্তু সেটা বোঝার ক্ষমতা সবার নেই)।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।