রাষ্ট্রীয় খরচে হজ, তালিকায় আরও ১৩৪ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১১ পিএম, ১০ জুলাই ২০১৯

রাষ্ট্রীয় খরচে হজ পালনে দ্বিতীয় ধাপে আরও ১৩৪ জনের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১০ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মনোনীত ১৩৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রীয় খরচে হজ পালনের জন্য অনুমোদিত ব্যক্তিদের ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। তাদেরকে ২৭ জুলাইয়ের মধ্যে সিস্টেমে ভিসার জন্য পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় সংযুক্তিসহ পূর্ণাঙ্গভাবে ৭ নম্বর ফরম করে পরিচালক হজ অফিস বিমানবন্দর ঢাকা (রুম ১০৪) জমা দিতে হবে।

সৌদি ভিসা গ্রহণের জন্য রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী প্রত্যেক সদস্যকে আবশ্যিকভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা ও টিকাগ্রহণ করে ই-হেলথ সনদ গ্রহণ করতে হবে।

এর আগে ১ জুলাই প্রথম ধাপে সরকারি খরচে মনোনীত ১৭৪ মুসল্লির তালিকা প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে দুই ধাপে মোট ৩০৮ জন রাষ্ট্রীয় খরচে হজে যাওয়ার জন্য মনোনয়ন পেলেন।

এমইউ/এএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।