অর্থমন্ত্রীকে মাফ চাওয়ার পরামর্শ এমাজউদ্দিনের


প্রকাশিত: ১২:১৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করে অর্থমন্ত্রীকে মাফ চাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে `শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি, শিক্ষাকদের ক্ষেত্রে বৈষম্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার` শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।

অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে এমাজউদ্দিন বলেন, ভুল শুধরে নিন। শিক্ষকদের নিয়ে বাজে কথা বলার জন্য মাফ চেয়েছেন। এবার বাজে কাজ (ভ্যাট) প্রত্যাহার করে মাফ চান।

তিনি বলেন, পৃথীবির কোন দেশে শিক্ষাক্ষেত্রে ভ্যাট নেই। এশিয়ার অন্য দেশগুলো শিক্ষাকে অবৈতনিক করেছে। সেখানকার শিক্ষার্থীদের শিক্ষা নিতে টাকা লাগে না। দেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর পর মাত্র ৬১ শতাংশ লোক শিক্ষিত। আর ৩৯ শতাংশ লোক এখনো অশিক্ষিত।

শিক্ষাক্ষাতে ইতিহাস গড়ার মত বাজেট হওয়া উচিৎ মন্তব্য করে প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, শিক্ষাক্ষেত্রে অনুদান পাওয়ার আশা করা উচিত নয়। প্লিজ শিক্ষাক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করুন মন্তব্য করে তিনি বলেন, ভ্যাট প্রত্যাহার না হোলে ভয়ংকর পরিস্থীতির সম্মুখিন হবেন।

এমাজউদ্দিন আহমদ বলেন,  মাত্র ২১ লাখ লোকের বেতন বৃদ্ধি করে ১৬ কোটি মানুষকে সমস্যায় ফেলেছেন। দেশের ৬৫-৭০ শতাংশ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোন অর্থ বরাদ্দ দেয় না সরকার। তাহলে কেন ভ্যাট বসাবেন।

সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নীতাই রায় চৌধুরী, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ আবুল হোসেন প্রমুখ।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।