কিশোরগঞ্জে চালককে পুড়িয়ে হত্যা : মূল আসামি আটক


প্রকাশিত: ১২:১৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

কিশোরগঞ্জের যশোদলে মাদক সেবনে বাধা দেয়ায় অটোরিকশা চালক শামীমকে হাত-পা ও চোখ বেঁধে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মূল আসামি জনি ও সাজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে মিঠামইন উপজেলার গোপদিঘী থেকে মূল দুই আসামিকে আটক করা হয়।

এর আগে ঘাতকদের পালিয়ে যেতে সহযোগিতা করায় যশোদল এলাকা থেকে  অন্য ৪ যুবককে আটক করা হয়।

কিশোরগঞ্জ থানা পুলিেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় এ লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটে।। নিহত অটোরিকশা চালক শামীম ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

এলাকাবাসী জানায়, বুধবার বাড়ির পাশে একটি ফিসারিতে বসে মাদক সেবন করছিল আমাটি গ্রামের জনি, আলামিন, শফিকসহ ৪ যুবক। এসময় শামীম বাধা দিলে ওই চার যুবক তাকে মারপিট করে।

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে অটোরিকশা চালক শামীম শহর থেকে বাড়ি ফেরার পথে জনি, আল আমিন ও শফিক তাকে ধরে নিয়ে যায় আমাটি গ্রামের কাছে একটি ফিসারিতে। এ সময় তাকে মারপিট করে হাত,পা ও চোখ বেঁধে গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতলে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত দেড়টায় তার মৃত্যু হয়।

নূর মোহাম্মদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।