ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১০ জুলাই ২০১৯

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। দিল্লিতে তার কার্যালয়ে এক বৈঠকে তাকে আমন্ত্রণ জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

বুধবার (১০ জুলাই) ভারতের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিতে সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলাদেশে আসার জন্য এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানান। জয়শঙ্কর উভয়পক্ষের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসবেন বলে আশ্বাস দেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাফল্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন সৈয়দ মোয়াজ্জেম আলী।

জেপি/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।