ভুয়া কসমেটিক্স বিক্রি করায় ৩৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ এএম, ১০ জুলাই ২০১৯

পুরান ঢাকায় অভিযান চালিয়ে এক্স, লোরিয়াল, পন্ডসসহ ৩০টি নামি দামি ব্র্যান্ডের নকল কসমেটিক্স উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার পুরান ঢাকার সোয়ারী ঘাট এলাকার বিভিন্ন পাইকারি কসমেটিক্সের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

southeast

অভিযানে সীসা হেয়ার ওয়েল, হোয়াইট টোন, পন্ডস ক্রিম, ডাবুর আমলা, কুমারিকা হেয়ার অয়েল, ফেয়ার হোয়াইট, রয়্যাল মিরেজ, ভিট, ভেজলিন, ফগ, এলোভেরা (এলোই জেল), ডয়েট, কোবরা, লুক মি নাইন টু ফাইভ, কিউট, লরিয়াল, এক্স ইত্যাদিসহ মোট ৩০টি কসমেটিক্সের নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এসব পণ্য বাংলাদেশের বিভিন্ন কারখানায় তৈরি করে ভারতীয় বলে বিক্রি করা হত।

অভিযানের বিষয়ে সারোয়ার আলম বলেন, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী বাজারজাত করায় এবং নকল প্রসাধনী তৈরি করায় ৭ জন বিক্রেতাকে ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও তাদের মোট ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।