সেলফি তুলে সিলেটে ইন্টারনেট মেলার উদ্বোধন


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

সিলেটে সেলফি তুলে ইন্টারনেট উইকের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

সারাদেশের ন্যায় সিলেট বিভাগে এই উৎসব আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন।

ইন্টারনেট উইকের উদ্বোধন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, দেশে ৩৪ হাজার শিক্ষার্থীকে ইন্টারনেট প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে তারা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে। এছাড়া কেউ কেউ নিজ উদ্যোগে ইন্টারনেট ব্যবহার করে দেশের উন্নয়নে কাজ করছেন। সরকার অনলাইন উদ্যোক্তা সৃষ্টিতেও কাজ করছে।

আমাদের দেশের তরুণদের মেধা রয়েছে জানিয়ে পলক বলেন, এখন শুধু প্রয়োজন সহযোগিতা। সহযোগিতা পেলে এই তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর তরুণদের সহযোগিতা দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করছে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে তিনি বলেন, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্টারনেটের ব্র্যান্ডইউথ এর দাম কমানো হয়েছে। যাতে সাধারণ মানুষ কম দামে এটির ব্যবহার করতে পারেন। তিনি বলেন, ইন্টারনেটকে সব ক্ষেত্রে ব্যবহার সু নিশ্চিত করতে হবে। তবে ব্যবহারের সময় তা নিরাপদে ব্যবহারর দিক নজর রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহনগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, বেসিসের সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের পরিচালক (বিপণন) নেহাল আহমেদ, বেসিসের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ এর আহ্বায়ক রাসেল টি আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। উৎসবে অংশ নিয়েছে ই-কমার্স, ওয়েবপোর্টাল, মোবাইল অ্যাপ্লিকেশন ও সারা দেশের স্থানীয় মোবাইল ভিত্তিক উদ্যোগ সম্পর্কে দর্শনার্থীদের শেখাচ্ছেন গ্রামীণ ফোনের কর্মকর্তারা। দর্শনার্থীদের এসব সেবা গ্রহণের প্রক্রিয়া সরাসরি দেখতে ও জানতে গ্রামীণ ফোনের স্টলে ভিড় করতে দেখা গেছে।

ছামির মাহমুদ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।