তারানা হালিমকে টেলিফোনে হুমকি


প্রকাশিত: ০৯:১০ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তারানা হালিমের অফিসের টেলিফোন নম্বরে ফোন দিয়ে অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে চলমান কার্যক্রম বন্ধের হুমকি দেওয়া হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিষটি জানানো হলে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংস্থাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি জানান, বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিসের টেলিফোন নম্বরে ফোন করে অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে কার্যক্রম বন্ধের হুমকি দেওয়া হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তারানা হালিমকে ফোন করে বলা হয়, ‘অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে আপনার এত লাফালাফির দরকার নেই। আপনি ধীরে চলেন।’

সূত্রটি আরো জানায়, প্রতিমন্ত্রী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ওই ফোন নম্বরটি তদন্ত করে দেখছে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, স্বার্থ লঙ্ঘিত হওয়ায় প্রভাবশালী কোনো মহলের ইন্ধনে হুমকি দেয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।