সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন : দুদক চেয়ারম্যান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৯ জুলাই ২০১৯
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুদক কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, দুদক কর্মকর্তাদের আচার-আচরণ এবং চলন-বলন হবে এমন, যাতে তাদের মানুষ সমাজের রোল মডেল মনে করে। এসব বিষয়ে ন্যূনতম শৈথিল্য সহ্য করা সমীচীন হবে না।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে অফিসের নিরাপত্তা, অফিস শৃঙ্খলা ও অফিসিয়ালি আচরণ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে দুদক চেয়ারম্যান কমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন,অনুসন্ধান ও তদন্ত একটি জটিল প্রক্রিয়া এবং কোনো কোনো ক্ষেত্রে কঠোর হতে হয়। তারপরও অভিযোগ সংশ্লিষ্টদের কোনো ধরনের আইনি অধিকার ক্ষুণ্ন করা যাবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সবার দায়িত্ব।

সততা, স্বচ্ছতা এবং দক্ষতার সঙ্গে অফিস ব্যবস্থাপনাসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করুন।

এমইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।