পরিবেশ দূষণের দায়ে চার কারখানাকে ১২ লাখ টাকা জরিমানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৮ জুলাই ২০১৯
ফাইল ছবি

পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেটের চারটি কারখানাকে ১২ লাখ ৩০ হাজার ৭২০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। কারখানাগুলোতে সৃষ্ট তরল বর্জ্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭ এর মানবর্হিভূত হওয়ায় এবং পরিবেশগত ছাড়পত্র না থাকায় শব্দদূষণ করায় এ জরিমানা করা হয়।

সোমবার পরিবেশ অধিদফতরে অনুষ্ঠিত শুনানিতে অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী এ ক্ষতিপূরণ ধার্য করেন।

পরিবেশ অধিদফতর, সদর দফতর ঢাকার উপ-পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের জয়দেবপুরের এস এস ফিলিং স্টেশনকে ২ লাখ, নারায়ণগঞ্জের করীফ ফার্মাসিউটিক্যালসকে ৩০ হাজার ৭২০ টাকা, গাজীপুরের মেঘনা নিটিং কম্পোজিটকে ৮ লাখ টাকা ও সিলেটের শেখ অক্সিজেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এমইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।