আজ খালেদার অষ্টম কারামুক্তি দিবস
আজ ১১ সেপ্টেম্বর। ২০ দলীয় জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস। ২০০৮ সালের আজকের এ দিনে সাবেক এই প্রধানমন্ত্রী ৩৭২ দিন কারাবন্দি থাকার পর মুক্তি পান।
বিএনপি সূত্র জানায়, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার। প্রতিবছর এ দিনটিতে কারামুক্তি দিবস পালন করে আসছে বিএনপি।
কারামুক্তি দিবসের কর্মসূচির মধ্যে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারপারসন বেগম জিয়া। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।
জানা যায়, খালেদা জিয়াকে গ্রেফতার করে সংসদ ভবন এলাকার একটি বাড়িকে সাব জেল হিসেবে ঘোষণা দেয় তৎকালীন সরকার। একপর্যায়ে বিএনপি চেয়াপারসনকে সপরিবারে দেশত্যাগে বাধ্য করার চেষ্টাও চালানো হয়। কিন্তু তিনি দেশত্যাগ করতে অস্বীকৃতি জানান। পরে তাকে মুক্তি দিতে বাধ্য হয় সরকার।
এমএম/বিএ