হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিলো গ্রামবাসী
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় হাতকড়াসহ আনিসুর রহমান (৪০) নামে এক চাঁদাবাজকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। আনিসুর রহমান শঠিবাড়ি বাজার এলাকার জসমুদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শঠিবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন আনিসুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেয় আনিসুর ও তার লোকজন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বাদি হয়ে আদিতমারী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) সরওয়ার আলম সঙ্গীয় একজন কনস্টবলসহ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শঠিবাড়ি বাজারে অভিযান চালিয়ে আনিসুরকে গ্রেফতার করে হাতকড়া লাগিয়ে মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন।
এ সময় আনিসুরের লোকজন ও গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালিয় আনিসুরকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি টিম গিয়ে তাদের উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেননি।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) সরওয়ার আলম জাগো নিউজকে জানান, আসামিকে ধরা মাত্রই সংঘবদ্ধ লোকজন ছুটে এসে ছিনিয়ে নেয়।
থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চত করে জাগো নিউজকে বলেন, পুলিশের ওপর হামলাকারী ও আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রবিউল হাসান/বিএ